ঘোষিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। হাইপ্রোফাইল এই নির্বাচনে বিজেপি-বিরোধী দলগুলোকে একসূত্রে বাঁধতে ফের উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ১৪ জুন তিনি দিল্লি সফরে যাচ্ছেন। ১৫ জুন দেশের ২২টি বিজেপি-বিরোধী দলের বৈঠক হওয়ার কথা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপি-বিরোধী দলগুলোর রণকৌশল তৈরিতে অবিজেপি দলগুলোকে চিঠি লিখেছেন তিনি।
মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, নবীন পট্টনায়ক-সহ একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
এই বৈঠকে বিরোধী শিবিরের সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এমনটাই সূত্রের খবর।