সোমবার বিধানসভায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এসএসসি দুর্নীতি-কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন পার্থবাবু। সেই প্রসঙ্গেই মমতার মন্তব্য, 'পার্থদার বিবৃতিকে সমর্থন করছি। ওরা পার্থদার বিরুদ্ধে কেস করছে। পার্থদার বিরুদ্ধে মামলা করে লাফাচ্ছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থদার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।'
মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমি একটা লোকেরও চাকরি খাই নি, খাবও না।' পাশাপাশি এদিন তিনি বলেছেন, সোমবার রাজ্য বিধানসভায় শিক্ষক নিয়োগে তৈরি হওয়া অসন্তোষ প্রশ্নে সরব ছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত চলছে হাইকোর্টের নির্দেশে। ইতিমধ্যে একাধিক ব্যক্তির চাকরি গিয়েছে কোর্টের নির্দেশে। এদিন সেই প্রসঙ্গে সরব ছিলেন মুখ্যমন্ত্রী। যদিও গোটা এই নিয়োগ-কাণ্ডে মামলা-মোকদ্দমার দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছেন মমতা। নাম না করে কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারীকে বিঁধেছেন তিনি।
সোমবার মমতা বলেন, 'যদি ১ লাখের মধ্যে ৫০টা কেস ভুল হয়ে যায়! কাজ করতে করতে ভুল হয়ে যায়, তাহলে সবার চাকরি চলে যাবে? বিকেকানন্দ বলেছেন মানুষের কাজ করলে ভুল হয়ে যায়, ভুল সংশোধনের তো সুযোগ দিতে হবে। ১৭ হাজার লোকের চাকরি চলে যাবে বলছে। আমরা একটা লোকেরও চাকরি খায়নি। এরা বলছে চাকরি খেয়ে নেবে? এটা ত্রিপুরা নয়, সবাইকে জেলে পাঠাবে বলছে?'