বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) সাম্প্রতিক একাধিক মন্তব্যে অস্বস্তি বেড়েছে রাজ্য নেতৃত্বের (bengal BJP)। বিভ্রান্ত হয়েছে দলীয় কর্মীসমর্থকরা এবং বিড়ম্বনা বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। তাই আপাতত কোনও জনসভা এবং সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না দিলীপ ঘোষ। রীতিমতো চিঠি পাঠিয়ে মেদিনীপুরের সাংসদকে (BJP MP) নাকি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সেই চিঠিতে অরুণ সিং উল্লেখ করেছেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এই বার্তা পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। যদিও বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি জানিয়েছেন, তিনি এই জাতীয় কোনও চিঠি পায়নি। এমনকি এই চিঠি নিয়ে সন্দিহান মুরলিধর সেন লেনও।
তবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, এই চিঠি সম্বন্ধে আমাদের কিছু জানা নেই। পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চিঠি পাঠিয়েছে দিলীপ ঘোষকে। তাই এই নিয়ে কোনও মন্তব্য করা দলীয় শৃঙ্খলাভঙ্গের সমান। এমনটাই জানান রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।