মে মাসজুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি (BJP Agitation)। নবান্ন অভিযান (March to Nabanna) থেকে শহিদ সম্পর্ক অভিযান, তালিকায় আছে একাধিক কর্মসূচি। জানা গিয়েছে, ২ মে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আয়োজিত হবে বিশাল প্রতিবাদ মিছিল। ৩ মে অনশন সত্যাগ্রহ কর্মসূচি কলকাতায়। ৭ মে আয়োজিত হবে শহিদ সম্পর্ক যাত্রা। ৮ এবং ৯ মে ব্লকস্তরে পদযাত্রা। ১০ মে রাজ্যের একাধিক শহিদ পরিবারকে কলকাতায় এনে বিক্ষোভ সমাবেশ। ২৬ তারিখ বিকাশ ভবন অভিযান বিজেপি যুবমোর্চার। এদিন এই কর্মসূচি সংবাদমাধ্যমকে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিকে, বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষের সুরে বিঁধেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'কোন বিজেপি নবান্ন অভিযানের ডাক দিচ্ছে! একদল বলছে নবান্ন চলো, আরও এক দল বলছে নবান্ন থেকে ফেরো। আদি নব্য বিজেপির মারামারিতে ক'জন শহিদ হয়েছে ওরা হিসেব রাখুক।'
তাঁর খোঁচা, 'নবান্ন অভিযানে যাঁরা যাবেন তাঁদের কাছে যেন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্ল্যাকার্ড থাকে। কেন্দ্রের থেকে বাংলা সেরা হওয়ার প্ল্যাকার্ড রাখবেন। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে নজর ঘোরাতেই এসব বলছে।'