বিজেপিকে সমর্থন করা কি অপরাধ? সেই অপরাধে বসত জমির মাটি কেটে, রাতের অন্ধকারে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে।
নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বোয়ালিয়া গ্রামের ঘটনা।
ষাটোর্ধ্ব পারুল বিশ্বাস দাবি করেন, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা শিউলি রায় এবং তার দুই ছেলে প্রকাশ্যে দিনের আলোয় বসতভিটার মাটি কেটে নিয়ে যায় জেসিবি চালিয়ে। সুপারি সহ ফলন্ত ২১ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। বিচার চাইতে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন প্রবীণা।
পারুল বিশ্বাসের ছোট পুত্রবধূ সাধনা বিশ্বাস জানান, পঞ্চায়েতের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে পঞ্চায়েত সদস্যা শিউলি রায় জানান, তিনি পঞ্চায়েত সদস্য হয়েছেন মাত্র ৪ বছর। কিন্তু সমস্যাটা প্রায় ৩০ বছরেরও বেশি। আরবান্দি অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, পারুল বিশ্বাস অতীতে তৃণমূলের সক্রিয় সদস্যা ছিলেন, শিউলি রায় টিকিট পাওয়ার পর ব্যক্তিগত ঈর্ষার কারণে তিনি বিজেপি করেন। তবে প্রশাসনের দ্বারস্থ হয়ে পারুল বিশ্বাস ভালোই করেছেন বলে দাবি পরেশচন্দ্র সরকারের।
বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিস।