ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষ। উত্তপ্ত শীতলকুচি বিধানসভার ডাকঘর বাজার এলাকা। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার বিশাল পুলিস বাহিনী।
বিজেপি নেতার অভিযোগ, দলীয় কার্যালয়ে বিবেকানন্দের জন্মদিবস পালন করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তৃণমূলের একদল ছেলে এসে তাঁর পথ অবরোধ করে। তারপর তাঁর ওপর আক্রমণ করে। তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। তাঁর বাইক ছিনিয়ে নেয় এবং বাইকের কাগজপত্রও ছিঁড়ে ফেলে তারা। পাশাপাশি বাইকও ভেঙে দেয়। এছাড়া তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কার্যালয়েও হামলা চালায়। বিবেকানন্দের ছবি ছুঁড়ে ফেলে দেয়।
তবে এলাকার তৃণমূল নেতা জানান, দলীয়ভাবে এরকম কোনও খবর তিনি পাননি। কিন্তু থানার বড়বাবুর সঙ্গে তাঁর কথা হয়েছে। বড়বাবু এরকম একটা ঘটনা ঘটেছে বলে জানান। তিনি বলেছেন প্রশাসনিক পদক্ষেপ নিতে দলমত নির্বিশেষে। যদি এ ঘটনা সত্যি হয়, তাহলে দলীয় নেত্রীকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পরই এলাকায় নামে পুলিসবাহিনী। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিস।