Share this link via
Or copy link
স্ত্রী সুজাতার সঙ্গে এবার সম্পর্কে ইতি টানতে চলেছেন সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে স্ত্রী সুজাতার বিরুদ্ধে ডিভোর্স মামলা ফাইল করেন বিজেপি সাংসদ।
২০১৯ সালে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হন সৌমিত্র খাঁ। আদালতের নির্দেশে তিনি ওই সময় বাঁকুড়া জেলায় প্রবেশ করতে পারেননি। সৌমিত্র খাঁ জেলার বাইরে থাকলেও স্ত্রী সুজাতা মণ্ডল তাঁর হয়ে দাপিয়ে প্রচার চালান সর্বত্র। স্ত্রীর প্রচারের হাত ধরে নির্বাচনে জয়ী হন সৌমিত্র।
তবে সাংসদ হিসাবে জয়ী হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে। ২১ ডিসেম্বর ২০২০ তে সুজাতা মণ্ডল তৃণমূলে যোগ দিলে পরেরদিন সৌমিত্র সংবাদ মাধ্যমের সামনে সুজাতার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা জানান। পরে সুজাতা মণ্ডল বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলে সুজাতাকে আইনি নোটিস পাঠান সৌমিত্র। এরপর সুজাতার সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ত্যাগ করার উদ্দেশ্যে বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে ডিভোর্স মামলা ফাইল করেন সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রী অন্য দলে যোগ দেওয়াতেই কি সম্পর্ক ত্যাগ? সৌমিত্র খাঁ বলেন, রাজনীতির জন্যই তো আজ সৌমিত্র খাঁ তৈরি হয়েছে। তবে গোটা বিষয়টি বারবার ব্যক্তিগত বলে এড়িয়ে যান তিনি।