রবিবার অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ প্রসঙ্গে ঘুরিয়ে সাংসদকে তোপ দেগেছে বিজেপি। দলের সাংসদ দিলীপ ঘোষ জানান, প্রশাসনিক চাপ সহ্য করতে পারেনি। বিজেপিতে যোগদানের পর অর্জুন সিংয়ের উপর কেস হয়েছে, অত্যাচারিত হয়েছে। খানিকটা বাধ্য হয়েই তৃণমূলে গিয়েছেন তিনি। পাটশিল্প পুনর্জীবনের জন্য তৃণমূলে যোগদান অবাস্তব কথা। যারা পাটশিল্পকে চুষে খেয়েছে তাঁদের সঙ্গে থেকে কীভাবে পাটশিল্পকে পুনর্জীবিত করবেন? তিনি অর্জুন সিংয়ের উদ্দেশে বলেন, 'এসেছিলেন স্বাগত, গেলেন টাটা। বিজেপি নিজের জায়গাতেই আছে।'
তাঁর অভিযোগ, 'বিজেপি থেকে অর্জুন সিংকে আসানসোল উপনির্বাচন, পুরনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা দেখে নিয়েছি রেজাল্ট কী। পুরভোটে দল উনার লোকেদের টিকিট দিয়েছিল, তাঁরা সবাই তৃণমূলে চলে গিয়েছে। এখন অর্জুন সিং গেলেন।'
রাজ্যের প্রধান বিরোধী দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ভারতবর্ষের মানুষ স্থায়িত্ব এবং নরন্দ্র মোদীর নেতৃত্বের পক্ষে। ২০২৪-এ মানুষ স্থায়িত্বের পক্ষেই রায় দেবে। উনাকে কোনও ব্যক্তিগত আক্রমণ করব না। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে এসেছিল, তাঁদের গ্রহণ করা ভুল হয়নি। আমরা চেয়েছিলাম সর্বক্ষণের জায়গা থেকে মানুষ এসে এই সরকারকে বদল করুক। উনি বিজেপিতে যোগের পর একাধিক মামলা গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল।