আদালতের অনুমতি থাকা সত্বেও একুশে জুলাইয়ের উলুবেড়িয়ার প্রতিবাদ সভা বাতিল করল রাজ্য বিজেপি। বুধবার উলুবেড়িয়ায় সাংবাদিক বৈঠক করে একথা জানান শুভেন্দু অধিকারী। একুশের বদলে ২৭ জুলাই হবে প্রতিবাদ সভা। উলটে বৃহস্পতিবার রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর জয় উদযাপন করবে বিজেপি।
তবে একুশের বাতিল হওয়া কর্মসূচি ২৭ জুলাই আয়োজিত হবে পাঁচলায়। হাওড়া গ্রামীণ জেলার এসপি অফিস চলো অভিযান করবে রাজ্য বিজেপি। দলীয় পার্টি অফিস ভাঙার প্রতিবাদে আয়োজিত এই মিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা। এদিন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে বিজেপির একুশে জুলাইয়ের কর্মসূচি বাতিলকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'লোক হবে না বলেই সমাবেশ বাতিল করেছে বিজেপি।'
অপরদিকে, একুশে জুলাই শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় সভা করার অনুমতি পেয়েছিল বিজেপি। হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই অনুমতি দিয়েছেন বুধবার বিকেলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সভা রাত ৮টায় করতে পারবে বিজেপি। পাশাপাশি দিনের আলোয় কোনও সভা করা যাবে না, ট্রাফিকে সমস্যা হয়, এমন ভাবে জমায়েত করা যাবে না, সভা থেকে প্ররোচনামূলক কোনও মন্তব্য করা যাবে না। দু'হাজারের বেশি জমায়েত করা যাবে না। এই শর্তগুলোও আরোপ করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।