দিল্লি (Delhi Visit) রওনা দেওয়ার আগে বিমানবন্দরে শুক্রবার সন্ধ্যায় হতে চলা মমতা-মোদী (Mamata meets Modi) বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder) এই বৈঠক প্রসঙ্গে বলেন, 'একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করতেই পারে। মমতা ব্যানার্জি তো ছেড়ে দিন পিনরাই বিজয়ন, যার রাজনৈতিক মতাদর্শ ১৮০ ডিগ্রি অবস্থানে, তাঁর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়। তবে বৈঠকে উনি পা ধরুন বা হাত ধরুন বাঁচবে না কেউ।'
এই প্রসঙ্গে উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় জনের দু'টি আবাসন থেকে ইতিমধ্যে প্রায় ৫০ কোটি নগদ উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি সোনা, সম্পত্তির নথি, বিদেশি মুদ্রাও উদ্ধার করেছে ইডি। কমবেশি প্রায় দু'সপ্তাহ ইডি হেফাজতে রয়েছেন পার্থ-অর্পিতা। এই আবহে নীতি আয়োগের বৈঠকের আগে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠককে 'সেটিং' বলে তোপ দেগেছে বিরোধী দলগুলো।
কেন্দ্রীয় সংস্থার হাত থেকে 'ভাইপো'কে বাঁচাতে নীতি আয়োগের বৈঠকের অছিলায় মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। সম্প্রতি এভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির একটি অংশ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কোনও অন্যায় দেখছেন না।