LATEST NEWS
28 May, 2023

Arjun Singh: বস্ত্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সন্তুষ্ট অর্জুন, সোমবার সাংসদ বসবেন জুট সচিবের সঙ্গে
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-০১ ১৭:২৯:৫৬   Share:   

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী (Textile Minister) পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাতের পরেই কি মানভঞ্জন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের? শনিবার সাংসদের একটি ট্যুইট পর্যালোচনা করে এই প্রশ্ন ঘুরেফিরে আসছে। রাতে পীযূষ গোয়েলের (Piyush Goyal) সঙ্গে বৈঠকের পরেই মন্ত্রীর সঙ্গে একটি ছবি ট্যুইট করেন ব্যারাকপুরের সাংসদ (BJP MP Arjun Singh)। সেই ট্যুইটে তিনই লেখেন, 'জুটশিল্প (Jute Industry), শ্রমিক এবং পাট কৃষকদের সমস্যা সংক্রান্ত কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।'

এদিকে, শনিবার মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই সোমবার অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক জুট সেক্রেটারি অফ ইন্ডিয়ার। ব্যারাকপুরের সাংসদের সঙ্গে বৈঠকে বসতে জুট সেক্রেটারিকে নির্দেশ দেন বস্ত্রমন্ত্রী। সেই বৈঠকেই এই শিল্পের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ পরামর্শ জুট সেক্রেটারি অফ ইন্ডিয়াকে দেবেন অর্জুন সিং।

Ad code goes here

এদিকে, পাটশিল্পের পুনরুজ্জীবন চেয়ে অর্জুন সিংয়ের সরব হওয়া প্রসঙ্গে তৃণমূল বলেছে, 'বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। হঠাৎ যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন তাঁরা বুঝতে পারছেন, বাংলার সমস্যা সমাধানে বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগবে। অর্থাৎ শীত-গ্রীষ্ম-ভরসা তৃণমূল কংগ্রেসই ভরসা।'

Ad code goes here

বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, 'ভালোই হয়েছে, উনি যা চাইছেন বলা উচিত ঠিক জায়গায়। সরকার যথেষ্ট সিরিয়াস। এর আগেও পীযূষ গোয়েল অনেক প্রকল্পের সুবিধায় সাবসিডি দিয়েছেন। তারপরেও যদি কিছু করার থাকে নিশ্চয়ই সরকার করবেন।'

Ad code goes here

এদিকে, পাটশিল্পের পুনরুজ্জীবন চেয়ে আন্দোলনের ডাকের মধ্যেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী দিল্লিতে ডেকেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংকে (MP Arjun Singh)। মূলত মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধেই সরব হয়েছিলেন ব্যারাকপুরের এই বিজেপি সাংসদ। তাই দলীয় সাংসদের মানভঞ্জনে তাঁকে তড়িঘড়ি ডেকে পাঠিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :