আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারকে (TMC Government) তীব্র কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে রবিশঙ্কর বলেন, 'বাংলার পরস্থিতি খুব খারাপ। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। পুলিশের তদন্তের উপর আর ভরসা নেই জনতার। এখানে পুলিসের সরকার চলছে। তাই বারবার আদালতে ছুটতে হচ্ছে।' যদিও রবিশঙ্করের এই মন্তব্যকে বিঁধেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'রবিশঙ্কর প্রসাদ বাংলায় এসে অনেক বদনাম করেছেন। উনি আজ কুৎসা করে গিয়েছেন। দু'টি উপনির্বাচনে গো হারান হারবে বিজেপি। উনি একটু কথা বলে দেখুন, একুশের নির্বাচনে বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী ছিল। বুথে বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী। তারপরও আপনারা হেরেছেন। বিজেপিকে ভোট মানেই শুধু মূল্যবৃদ্ধি।'
এদিকে, ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন। আসানসোল লোকসভা আসন থেকে পদত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর বালিগঞ্জে আসনের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় গত বছর প্রয়াত হয়েছে। তাই এই দুই শূন্য আসনে ভোট গ্রহণ। শেষ মুহূর্তে ডান, বাম, শাসক-বিরোধী সবপক্ষই প্রচারের ঝড় তুলতে ব্যস্ত।