নেতাজি ইন্ডোরে সরকারি অনুষ্ঠানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের দুই বিরোধী দল বিজেপি এবং বামকে আক্রমণ করেন মমতা। নারী নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি তুলনা টানেন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের। 'ধর্ষণধারী' শব্দবন্ধ ব্যবহার করে বিরোধীদের সমালোচনাকে ভোঁতা করার চেষ্টা করেন তিনি। পাশাপাশি এখানে একটা ঘটনা ঘটলেই আমরা সমর্থন করি না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে প্রশাসনে। এভাবেই নিজের প্রশাসনের পক্ষে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই দাবিকে বিঁধেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'শব্দ চয়ন এবং শরীরী ভাষা উনার ব্যক্তিগত। উত্তরপ্রদেশে কোনও ঘটনা ঘটলে সেখানে ব্যবস্থা নেওয়া হয় কিনা, সংবাদ মাধ্যমের জানা। উন্নাও এবং হাথরসে কীভাবে শাস্তি পেয়েছে, সংবাদ মাধ্যমে প্রকটভাবে পরিবেশিত। এনসিআরবির-র রিপোর্টে বাংলার কোনও অবদান নেই। তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। উত্তরপ্রদেশে মাফিয়ারাজ নেই, গুণ্ডারাজ নেই। আইনশৃঙ্খলার অবনতি নেই।'
বাম নেতা রবীন দেবের মন্তব্য, 'উনার কথার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। নিজে বলে, নিজেই তার দ্বিচারিতা করেন। রাজ্যব্যাপী যা হচ্ছে সেটা বাস্তব। উনি আগেই বিচার করে দেন। তাই বিরোধীদের ঘাড়ে দোষ চাপাবেন, সেটাই চরিত্র এবং বৈশিষ্ট্য।'