এসএসসি দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির সমর্থনে পথে নামল বিজেপি যুব মোর্চা। বিজেপির রাজ্য দফতর মুরলি ধর সেন লেন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাজ্যের প্রধান বিরোধী দলের যুব শাখা। ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। পোড়ান হয় পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল এবং টাকার রেপ্লিকা। এই কর্মসূচি থেকে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, 'এটা প্রতীকী প্রতিবাদ। যেভাবে মেধার কেনাবেচা হয়েছে, যারা যোগ্য চাকরিপ্রার্থী তাঁরা রাস্তায় বসে আছে। অন্যদিকে একজনের হাতে ২০টি আইফোন এবং কোটি কোটি টাকা। এই টাকা আমার-আপনার মানুষের টাকা।'
তাঁর অভিযোগ, 'বালি পাচার, কয়লা পাচার এমন কোনও দুর্নীতি নেই যেখানে তৃণমূল যুক্ত নেই। এমন একটা তৃণমূল নেতার নাম বলুন, যে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়।' এদিকে, অবস্থানরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের মঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই আক্রমণাত্মক হয়ে এই বাম নেতা বলেন, 'আগামি দিনে রাজ্য সরকার যাঁদের বঙ্গ পুরস্কার দেবে, তাঁরা পথে বসে থাকা চাকরিপ্রার্থীদের জন্য এক লাইন বলুন। আপনারা বঙ্গ পুরস্কার বয়কট করুন। যারা বঙ্গভূষণ পাবেন, তাঁদের আমি চিঠি দেব।'
তাঁর মন্তব্য,'যা চলছে মানুষ ক্ষোভে ফুঁসছে। যোগ্য চাকরিপ্রার্থীদের চোখের জল ফেলে টাকার সংস্থান, টন টন সোনা, ফ্ল্যাট হয়েছে। মুখ্যমন্ত্রী হিম্মত থাকলে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে কাজের সুযোগ করে দিন। এই মুখ্যমন্ত্রীর এক মিনিট সরকারে থাকার অধিকার নেই। রাজ্যজুড়ে প্রচার, প্রতিবাদ, বিক্ষোভ চলবে।'
তিনি জানান, আগে পার্থ চট্টোপাধ্যায় কান ছিলেন, এখন কানের নিচ হয়েছেন। মাঝে আরও কয়েকজন কান হয়ে গিয়েছে। তাই কানের নীচে হাত গিয়েছে মানে কান এবং মাথা দুটোই আসবে। এই রাজ্য সরকারের গণ্ডারের চামড়া।