২৯ মার্চ, ২০২৪

Meghalaya: সিবিআই যদি এত স্মার্ট হয় তাহলে হেফাজতে একজনের মৃত্যু কী করে: মুখ্যমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-13 18:57:32   Share:   

সিবিআই (CBI) যদি এত স্মার্ট হয় তাহলে তাদের হেফাজতে একজনের মৃত্যু হল কী করে? মেঘালয় সফরে (Meghalaya Visit) এই প্রশ্ন কেন্দ্রীয় সংস্থার দিকে ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা ভোট এবং সংগঠন বিস্তারকে পাখির চোখ করে উত্তর-পূর্বের এই রাজ্যে সফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফরের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই লালন শেখের মৃত্যু প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ঘটনার নিন্দা করি। সিবিআই এত স্মার্ট হলে ওদের হেফাজতে কীভাবে একজনের মৃত্যু হয়? আমি শুনেছি ওর স্ত্রী অভিযোগ জানিয়েছেন।'

পাশাপাশি এদিন এক কর্মিসভায় তৃণমূল সুপ্রিমো দাবি করেন, 'আমরা ক্যা বা সিএএ-র আর এনআরসি বিরোধী। একদম শুরু থেকেই আমি আন্দোলন করছিলাম। কীভাবে একজন ভোটারের নাম এভাবে বাদ দেওয়া যায়? এভাবে একজনকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার অনুমতি আমরা দেব না।'

এদিকে, সোমবার সিবিআই হেফাজতে বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর থেকেই চাপা উত্তেজনা রামপুরহাটের এই গ্রামে। এদিন সকাল হতেই পথে নামে লালন শেখের পরিবার। সিবিআই অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গোঁ ব্যাক সিবিআই স্লোগান তোলা হয়েছে। এমনকি লালন শেখকে খুন করেছে সিবিআই। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সংস্থার গ্রেফতারির পক্ষে সুর চড়িয়েছে লালনের স্ত্রী এবং মেয়ে।  জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখানো হয়েছে।


Follow us on :