বঙ্গ সফরের দ্বিতীয় দিনে শহরের এক অভিজাত হোটেলে বিজেপি বিধায়ক-সাংসদদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah at kolkata)। এই বৈঠক থেকে সম্ভবত ২০২৪-র লক্ষ্য রাজ্য বিজেপিকে (bengal bjp) বেঁধে দিলেন অমিত শাহ। এমনটাই মুরলিধর সেন সূত্রে খবর। বৈঠকে উপস্থিত বিধায়ক-সাংসদদের উদ্দেশে তাঁর টোটকা, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের (cm mamata) লড়াইকে দেখে শিখুন। সিপিএম-র কাছে মার খেয়েও লড়াই করে তিনি পরিবর্তন এনেছেন বাংলায়। আপনারদেরও সেরকম হতে হবে।'
পাশাপাশি এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে পেয়ে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। তাঁরা ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগের আর্জি জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেই আর্জি এদিন খারিজ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মন্তব্য, 'কোনও রাজ্যের নির্বাচিত সরকারকে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগ করে অগণতান্ত্রিক ভাবে ফেলে দেওয়া যায় না। লড়াইয়ে থাকুন, সঠিক সময়ে সঠিক কাজ হবে। মানুষ বিজেপির সঙ্গে আছেন।'
এদিকে, দলীয় সংগঠনকে মানসিকভাবে চাঙ্গা করতে বিশেষ দায়িত্ব তিনি দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর পরামর্শ, 'আমরা বিরোধী দল। মানুষের পাশে থেকে লড়াই করুন। দিল্লি আপনাদের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে।' নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি তাঁর বার্তা, জনপ্রতিনিধিদের কথায় সংগঠন চলবে না। জেলা সভাপতিদের কথায় কথায় সংগঠন চলবে না। কিছু কিছু লোকের কাজ পিন ফোটানো, তাতে সংগঠনের কোন লাভ হবে না। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে, বুথ কমিটি তৈরি করুন। আমি আবার আসবো।'
এদিন তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এক অনুষ্ঠানে যোগ দেন। দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা সংক্রান্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকরও। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ।