আগামী দিনে বাংলা এবং ওড়িশায় ক্ষমতা দখল করবে বিজেপি। হায়দরাবাদে চলা দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেন অমিত শাহ। দু'দিনের এই বৈঠকে রবিবার একটি রাজনৈতিক প্রস্তাবনা গৃহীত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে সেই প্রস্তাবনা পাঠ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
সেই প্রস্তাবনায় অমিত শাহ উল্লেখ করেছেন, 'তেলেঙ্গানা এবং বাংলা থেকে অতি দ্রুত পরিবারবাদের অবসান ঘটবে। এই দুই রাজ্য ছাড়াও কেরল, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে সরকার গড়বে বিজেপি। আঞ্চলিক দলগুলো রাজ্যে রাজ্যে পরিবারতন্ত্র, তোষণ এবং স্বজনপোষণের রাজনীতি চালাচ্ছে। বিজেপি সরকার গড়ে সেই রাজনীতি ধ্বংস করবে। গড়বে উন্নয়ন এবং সুশাসনের রাজনীতি।'
এই প্রস্তাবনায় কংগ্রেসের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, 'সবচেয়ে পরিবারতন্ত্রকে মেনে চলে কংগ্রেস। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচন করছে না কংগ্রেস।' যদিও অমিত শাহের এই মন্তব্যকে বিঁধেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, '২০২০-২১ সালে যারা ডেইলি প্যাসেঞ্জারি করতেন, তাঁরাও একথা বলে গিয়েছেন। রাজ্যে রাজ্যে বিজেপি পরিবারতন্ত্র চালায়। বাংলায় অধিকারী ব্রাদার্স, ভিন রাজ্যে সিন্ধিয়ারা তো রয়েছেন। বাংলায় মানুষের সরকার চলছে।'