ডায়মন্ড হারবারে (Diamond Harbour) পুলিস জেলার নিজস্ব ভবনের উদ্বোধন শনিবার করেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ ২৪ পরগনার পৈলান ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালের উল্টোদিকে এই অফিসের উদ্বোধন করেন তিনি। ছিলেন রাজ্য পুলিসের ডিজি (DGP of Bengal) মনোজ মালব্য, জেলাশাসক পি উলগানাথন, জেলা সভাধিপতি শামিমা শেখ, পরিবহণ দফতরের রাষ্টমন্ত্রী দিলীপ মণ্ডল এবং এলাকার অন্য জনপ্রতিনিধিরা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সাংসদ ফের ডায়মন্ড হারবার মডেলের (Diamond Harbour Model) ভূয়সী প্রশংসা করেন।
তাঁর মন্তব্য, 'ডায়মন্ড হারবারের নামের মধ্যেই ডায়মন্ড রয়েছে। গোখলে এক সময় বলেছিলেন, আজ বাংলা যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। আজ ডায়মন্ড হারবার যা ভাবে, গোটা বাংলা কাল তাই ভাবে।' পাশাপাশি এই মন্তব্যের সঙ্গে তিনি জুড়ে দেন করোনাকালে ডায়মন্ড হারবারা মডেলের প্রসঙ্গ। কীভাবে করোনার তৃতীয় ঢেউয়ের সময় ডায়মন্ড হারবারে নমুনা পরীক্ষা বাড়িয়ে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল, সেই প্রসঙ্গ তুলে ধরেন এই তৃণমূল সাংসদ। পাশাপাশি এখনও যেহেতু করোনা যায়নি, তাই কোভিড প্রোটোকল মানতে তাঁর লোকসভা কেন্দ্রের ভোটারদের আবেদন জানান অভিষেক।
এদিন তিনি মুখ্যমন্ত্রীর সুরেই জানান, অপরাধ দমনে পুলিস এবং সাংবাদিকরা যাতে সমন্বয় গড়ে কাজ করেন। তাঁর মুখেও এদিন ঘুরেফিরে এসেছে টিআরপি প্রসঙ্গ। অপরাধ করলে কেউ পার পাবে না। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা হবে। রাজ্য পুলিসের ডিজি এবং অন্য পুলিস কর্তাদের উপস্থিতিতেই এই বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ।
তাঁর দাবি, 'এখানে কোনও ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের প্রত্যেক কর্তা, রাজ্য সরকারের সর্বস্তরের প্রতিনিধি ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। সে যত বড় রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত থাকুক না কেন। যত বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকুক না কেন। যদি কেউ ভাবে কোনও দুর্ঘটনা বা অপরাধ করে পার পেয়ে যাবে, তা হলে সে ভুল ভাবছে।’
যদিও ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষের সুরে বিঁধেছে বিজেপি। দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যের অন্যতম উপদ্রুত সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার। পঞ্চায়েতে এখানে যদি বিরোধীদের মনোনয়ন জমা করতে না দেওয়া হয়, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে কতটা সুখকর। ডায়মন্ড হারবারে কোনও আইনশৃঙ্খলা নেই। খুন, ধর্ষণ সবই চলছে। বিজেপির নেতা জেপি নাড্ডার উপর এখানে প্রাণঘাতী হামলা হয়েছে। উনি বলছেন এই মডেল অন্যরা ফলো করছেন? কীভাবে করছেন আমি জানি না।'
তিনি আরও বলেন, 'এখানে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবে না। পুলিস সঠিকভাবে এফআইআর করতে পারবে না। তাহলে আর গণতান্ত্রিক পরিবেশ কোথায়?'