লাল দাগ টপকাচ্ছেন সাংসদ। অভিষেকের উদ্দেশে শিলিগুড়িতে করা রাজ্যপালের মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা। 'লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে।' এভাবেই রাজ্যপালকে জবাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপালের অভিযোগ, বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ।
রবিবার বিকেলেই রাজ্যপালকে জবাব দিতে পাল্টা টুইট করেন অভিষেক। তিনি লেখেন, 'আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে লাল দাগ টপকাচ্ছেন।'
শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা থেকে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করেন অভিষেক। সেই আক্রমণের ঝাঁঝ ছিল বিচারব্যবস্থার উদ্দেশেও। তিনি বলেন, 'আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।'
সেই বক্তব্যকেই এদিন শিলিগুড়িতে কটাক্ষ করেন রাজ্যপাল।