২৯ মার্চ, ২০২৪

Mamata: চুরি করতে হবে কেন, একটা পেন্টিং প্রদর্শনী করে আমি টাকা তুলতে পারি: মমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-02 17:09:50   Share:   

পঞ্চায়েত ভোটের আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Meet) তৃণমূলের কর্মিসভা। দলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আসন্ন পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) পাখির চোখ করে কী করণীয় সেই বার্তা এদিন দিয়েছেন তৃণমূল নেত্রী। সোমবার তাঁর নিশানায় ছিল রাজ্যের বিরোধী দলগুলো। মমতা বলেন, 'আমরা যখন বিরোধী দলে ছিলাম, ধ্বংসাত্মক রাজনীতি করিনি। গঠনমূলক কাজ করেছি। একটা রাজনৈতিক দল যখন তৈরি হয়, তার অনেক দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা মানতে গিয়ে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়। আমরা যখন বিরোধী ছিলাম উন্নয়নের প্রতি দায়বদ্ধ ছিলাম আবার মানুষের উপর হওয়া অত্যাচার নিয়ে সরব ছিলাম। সেই সংগ্রাম আমাদের আজকেও করতে হচ্ছে।'

কারণ বাংলায় রাজনৈতিক প্রতিহিংসার নামে অকথা, কুকথা বলছে দু-একটি রাজনৈতিক দল। এদিন এভাবেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী। আরও সুর চড়িয়ে তিনি জানান, 'তৃণমূল কংগ্রেস তৈরির সময় আমাদের বলা হয়েছিল কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করো না, তোমরা পারবে না। আমরা অনেকদিন সহ্য করেছিলাম, হয়তো একদিন বাম শাসনের অত্যাচারের অবসান হবে। এখন যেমন বিজেপি-সিপিএম বাম-রাম হয়েছে, তখন তরমুজ, কংগ্রেস-সিপিএম বি টিম।'

শুধু বিরোধী শিবিরকে নয় দলের 'দুর্নীতিপরায়ণ' একটি গোষ্ঠীকে এদিন বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। বিরোধীরা নানাভাবে তৃণমূলের একটি অংশকে দুর্নীতিবাজ আখ্যা দিয়েছে। সোমবার কর্মিসভায় তাঁদের প্রছন্ন বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'চুরি আমায় কেন করতে হবে? আমি ৭ বারের সাংসদ, এক লক্ষ টাকার উপর আমার পেনশন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আমি বেতন পাই। সাড়ে ১১ বছর আমি এক পয়সাও নিই না। একটা পেন্টিং প্রদর্শনী করে টাকা তুলে নিতে পারি। ক্ষমতায় আসার আগে করেছিলাম, সেই নিয়েই কথা উঠেছিল।'

দলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিরোধী শিবির। সেই প্রসঙ্গে কারও নাম না করে মুখ্যমন্ত্রীর যুক্তি, 'একটা ধানে পোকা জন্মালে তাকে আগে নির্মূল করতে হবে। নয়তো সারা ধানে পোকা লাগবে। তাই আগেভাগেই যাতে পোকা না জন্মায় সেটা নির্মূল করতে হবে। আর পোকা জন্মালে তাকে অ্যালার্ট করতে হবে। বলতে হবে, নিজেকে সংশোধন করো, নয়তো আমাদের বিকল্প ভাবতে হবে। মনে রাখবেন আমিও দলের ঊর্ধ্বে নই।'


Follow us on :