২৪ এপ্রিল, ২০২৪

BJP: 'তৃণমূল বিধায়করা যোগাযোগ করছেন', ফের সরব মিঠুন-সুকান্ত, 'দিওয়ার ছবি দেখুন' খোঁচা কুণালের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-27 19:29:24   Share:   

তিন দিন আগে দাবি করেছিলেন অন্তত ২১ জন তৃণমূল বিধায়ক (TMC MLA) তাঁর সঙ্গে যোগাযোগে আছে। মঙ্গলবার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দাবি, ৩৮ জন বুড়ি ছুঁয়ে আছে। তার চেয়ে বেশি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে। যেকোনও সময় যা কিছু হয়ে যেতে পারে বঙ্গ বিজেপির (Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) পাশে বসিয়ে এই দাবি করলেন মিঠুন চক্রবর্তী।

তাঁর দাবির সমর্থন শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের কণ্ঠে। তিনি বলেন, 'আমাদের সঙ্গে অন্তত ৪১ জন যোগাযোগ করেছে। শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছে।' টলিউডের মহাগুরুর মন্তব্য, 'অনেকে আমাকে অনুরোধ করেছে পচা আলু নেবেন না। কিন্তু সবাই সমান নয়। অনেকে আছে তৃণমূলে শ্বাসরুদ্ধ মনে করছেন। কিন্তু আমি কথা দিয়েছি যাঁদের নাম আমার কাছে আছে, তাঁরা এরকম নয়।'

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মহালয়ার আগে পুজো উদ্বোধনের সমালোচনা করে বলেন, 'সরকার ভুয়ো হয়ে গিয়েছে। মাতৃপক্ষের আগে পুজো উদ্বোধন করছেন, ভুয়ো চাকরি দিচ্ছেন।'

এদিকে, দুই বিজেপি নেতার এই দাবির প্রেক্ষিতে তৃণমূল কটাক্ষের সুরে বিঁধেছেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মিঠুন দা যদি হার হজম না হয়, হজমিগুলি পাঠিয়ে দিচ্ছি।  দেড় বছর ঘুরে ঘুরে হেরেছেন। সম্মান কেন বিজেপির পাল্লায় পড়ে নষ্ট করছেন। কেউ বলছে ৪১ জন আছে, কেউ বলছে ২১ জন। বলছি মিঠুন দা, সুকান্ত দিওয়ার দেখেছেন? অমিতাভ বচ্চন বলছে হামারে পাস গাড়ি, বাড়ি দুনিয়ার বাতেলা হে। তুমাহারে পাস কেয়া হে? আমরা বলছি আমাদের কাছে দিদি হে।'


Follow us on :