ব্রেকিং নিউজ
TMCP-shows-sit-in-protest-in-front-of-Suvendu-Adhikarys-residence-in-Contai-over-verbal-scuffle-with-Police
Udayan: 'চাকরির নামে যারা টাকা নিয়েছে, তাঁদের বাড়ির সামনে ধর্নায় বসুন', উদয়ন গুহর মন্তব্যে শোরগোল

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-14 12:23:08


চাকরি দেওয়ার নামে, ঘর দেওয়ার নামে যারা টাকা দিয়েছিলেন, আমি তাঁদের বকাবকি করি, প্রশ্ন করি কেন দিয়েছিলেন? যাদের টাকা দিয়েছিলেন, তাঁদের কী ক্ষমতা আছে চাকরি দেওয়ার? এভাবেই রাজ্যের সাম্প্রতিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Uadayan Guha)। তাঁর (Bengal Minister) মন্তব্য, 'আপনি যদি টাকা ফেরত চান, ওই লোকটার বাড়ির সামনে ধর্নায় বসুন। আমরা আপনাকে সাহায্য করবো। কেউ যদি চাকরির নাম করে অথবা সরকারি কোনও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায় তাহলে ফোন করে আমায় জানাবেন, তার জেল খাটানোর ব্যবস্থা আমরা করব।'

দিনহাটার খেরবাড়ি হাটে একটি পথসভায় এভাবেই বার্তা পাঠান উদয়ন গুহ। উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'উদয়ন গুহ কোন দুর্নীতির সাথে যুক্ত অথবা চাকরি দেওয়ার নাম করে কারো কাছ থেকে টাকা নিয়েছেন। গোটা দিনহাটা জুড়ে কোনও একটা লোক এই ধরনের কথা বলছে খুঁজে পাবেন না।'

স্বাভাবিকভাবে মন্ত্রীর এই বক্তব্যে শোরগোল পড়েছে কোচবিহারে। গত কয়েকদিন ধরেই তিনি দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগতে এই ধরনের কিছু মন্তব্য করছেন। দিন কয়েক আগে এদিন তিনি স্পষ্ট করেছেন, উত্তরবঙ্গ কিছুতেই ভাগ হবে না। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। যদিও বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের অভিযোগ, 'এটা টাকা তোলার নতুন পদ্ধতি। এই টাকা তোলার সঙ্গে উদয়ন গুহ নিজেই জড়িত। টাকা না দিলে তৃণমূলে টিকিট পাওয়া যায় না, এটা প্রতিষ্ঠিত।'






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন