২৬ এপ্রিল, ২০২৪

DA: অভিষেকের সভার মাঝেই ডিএ মঞ্চে টিএমসির হামলার অভিযোগ, আহত এক আন্দোলনকারী
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-29 17:06:37   Share:   

ডিএ আন্দোলনকারীদের শঙ্কা সত্যি হলো, অভিযোগ বুধবার তাদের আন্দোলন মঞ্চে তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় আহত এক আন্দোলনকারী। সূত্রের খবর ওই যুবকের নাম পিন্টু পাইক। আহত পিন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ বুধবার দুপুরে তৃণমূলের সভা চলাকালীন হঠাৎ ৪-৫ জন দুষ্কৃতী ওই পিন্টু-সহ কয়েকজনের উপর হামলা চালায়, বাকিরা পালিয়ে গেলেও পিন্টু পালতে পারেনি, পিন্টুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, আহত পিন্টু হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা। এবিষয়ে ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'একটা অভিযোগ এসেছে, কী করে হলো জানি না, ওখানে পুলিস ছিল, অভিযোগ এসেছে তদন্ত করে দেখতে হবে।' যদিও গোটা ঘটনা করে চক্রান্ত বলে দাবি করছেন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। বুধবার আন্দোলনকারীদের পক্ষে, কিঙ্কর অধিকারী বলেন, 'আমরা এই আশঙ্কা করেছিলাম আগে থেকেই, সে জন্যই আদালতকে অনুরোধ করেছিলাম যে তৃণমূলের সভার অনুমতি যেন এখানে দেওয়া না হয়।' তিনি আরও বলেন, 'এই হামলার দায় কি এবার পুলিস নেবে?'

বুধবার ৬২ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। হাইকোর্ট অভিষেকের সভার শর্তসাপেক্ষে  অনুমতি দিলেও, সেখানে বিচারপতি মান্থা উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং শর্ত দিয়েছিলেন যদি কোনও দুর্ঘটনা হয় সেটার দায় পুলিসের। সে বিষয় নিশ্চিত করেছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল। এডভোকেট জেনারেল আদালতকে  জানিয়েছিল, পুলিস নিরাপত্তা দেবে, সেক্ষেত্রে এমন ঘটনা কি করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলেই।

যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল, সংগ্রামী মুক্ত মঞ্চের আনা এই অভিযোগ মিথ্যে বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূলের দাবি, 'পুলিস তৎপর ছিল। তৃণমূলের নামে কুৎসা রটানোর জন্যই এমন অভিযোগ আনছেন তাঁরা।'


Follow us on :