১৯ এপ্রিল, ২০২৪

TMC: শাসক নেতার ড্রাগ পাচারের অভিযোগ খারিজ কুণালের, তৃণমূলের পাল্টা 'গোল্ড লোন'
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 16:47:21   Share:   

আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে সন্দেশখালির দুই তৃণমূল নেতার। জড়িত থাকতে পারেন রাজ্যের এক মন্ত্রীও। বৃহস্পতিবার এই অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের এই অভিযোগকে ভোঁতা করতে আসরে তৃণমূল। কাঁচের ঘরে বসে বাইরে ঢিল ছুড়বেন না সুকান্তবাবু। এভাবেই কটাক্ষের সুরে বিঁধেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি বলেন, 'আজগুবি কথা বললে হবে না। আমাদের খতিয়ে দেখতে হবে। আর সুকান্ত মজুমদারকে বলতে চাই, আপনার দলের এক নেতা গোল্ড লোনের ব্যবসা করেন। সোনার বিনিময়ে ঋণ প্রদানের ব্যবসা। ইতিমধ্যে হাফ ডজনের বেশি ফ্র্যাঞ্চাইজি খুলে ফেলেছেন সেই নেতা। সিবিআই-ইডি একবার খতিয়ে দেখুক সেই ব্যবসায়  ওই নেতার নগদের লেনদেন হচ্ছে না তো? কাঁচের ঘরে বসে বাইরে ঢিল ছুড়বেন না।'

এই প্রসঙ্গে অপর এক তৃণমূল নেতা জয় প্রকাশ মজুমদারের খোঁচা, 'বিজেপির রাজ্য অফিস এখন তদন্তকারী সংস্থার অফিস হয়ে গিয়েছে জানি না। হয় ওটা তদন্ত সংস্থা নয়, তদন্তকারী সংস্থা ওদের সঙ্গে আলোচনা করে তদন্ত করছে।'

তাঁর প্রশ্ন, 'একটা রাজনৈতিক দলের এহেন অভিযোগ তোলার সূত্র কী? রাজনৈতিক দল তো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে। সেই কর্মকাণ্ড কেমন ছিল আমরা নবান্ন অভিযানের দিন দেখেছি। বিজেপি আসলে চাইছে একদলীয় শাসনব্যবস্থা, গণতন্ত্র বিলোপ করে দেওয়া। রাজ্য বিজেপির কাছে এই অভিযোগ সংক্রান্ত যে নথি আছে, সেটা তদন্তকারী সংস্থার হাতে তুলে দিক।'


Follow us on :