২৫ এপ্রিল, ২০২৪

Keshpur: তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে তপ্ত কেশপুর, গুরুতর আহত এক সন্তানসম্ভবা চিকিৎসাধীন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-11 14:38:56   Share:   

ফের শাসক দলের (TMC) গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত কেশপুর (Keshpur West Midnapore)। কেশপুরের সাকপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম এক সন্তানসম্ভবা-সহ চার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। দিন কয়েক ধরে বারবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত কেশপুর। এমনটাই বিরোধী শিবির সূত্রে অভিযোগ। একইভাবে বুধবার সকালে কেশপুরের শাকপুর এলাকায় ব্লক তৃণমূল সভাপতির গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগে সরব স্থানীয় তৃণমূল সমর্থকরা। স্থানীয় বিধায়ক (TMC MLA) তথা প্রতিমন্ত্রী শিউলি সাহার উস্কানিতে এই ঘটনা, এমনটাই অভিযোগ তাঁদের। অভিযোগ, এক আক্রান্তর উপর চায়ের দোকানে বসে থাকার সময় অতর্কিত হামলা চালানো হয়েছে। এমনকি মহিলাদের ছাড়া হয়নি বলেও অভিযোগ আক্রান্তদের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক সন্তানসম্ভবা মহিলা-সহ চারজন।

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেশপুর গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ইতিমধ্যেই একজনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার বিশাল পুলিসবাহিনী। যদিও ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার দাবি, 'এটি সম্পূর্ণই পারিবারিক বিবাদ।' অন্যদিকে বিধায়ক শিউলি সাহার দাবি, ঘটনা যাই ঘটুক ব্যবস্থা নেবে পুলিস। এই ঘটনায় শাসক দলকে বিঁধেছে বিজেপি। তৃণমূলকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাস। তিনি জানান, 'তৃণমূলের গোষ্ঠীকোন্দল সারা বাংলায় ছড়িয়েছে। আর কেশপুরের ঘটনা তৃণমূলের প্রত্যেকদিনের। নিজেদের মধ্যেই কাটমানির দখল ঘিরে সংঘর্ষ।'


Follow us on :