২৪ এপ্রিল, ২০২৪

Sougata: বিরোধীদের এলাকাছাড়া করার হুমকি সৌগতর গলায়, বললেন, 'তৃণমূল মানেই চোর বলবেন না'
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-27 13:36:52   Share:   

বরানগরে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে বিস্ফোরক দমদমের সাংসদ সৌগত রায় (MP Saugata Ray)। বিরোধী সিপিএম, বিজেপি কংগ্রেসকে (Opposition) এলাকাছাড়া করার হুঁশিয়ারি প্রবীণ এই রাজনীতিবিদের। ভাইরাল এক ভিডিওয় সৌগত রায়ের এহেন মন্তব্য ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ বা ক্যালকাটা নিউজ ডিজিটাল। ঠিক কী বলেছেন দমদমের তৃণমূল সাংসদ। তৃণমূল ছাত্র পরিষদের সভায় সৌগত রায় বলেন, 'সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% দুর্নীতিবাজ। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেব। তাই তৃণমূল মানেই চোর এভাবে বলে বিরোধীরা আমাদের উত্যক্ত করলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে।'

এখানেই থামেননি প্রবীণ এই সাংসদ, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'বিরোধীদের কেউ একজন প্রমাণ করুক সৌগত রায় কারও থেকে টাকা নিয়েছে, কোথাও সম্পত্তি রয়েছে। তাহলে রাজনীতি ছেড়ে দেব। ফালতু অভিযোগ শুনতে রাজি নই।' 

মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলে তৃণমূল সাংসদ বলেন, 'যাদের চিনি না, তাঁরা আমাদের দিকে অভিযোগ তুলবে, সেটা ভালো লাগে না। তৃণমূলের লোকেরা ফুঁসছে, তাই বিরোধীরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে।'  

সৌগত রায়ের এই মন্তব্যের সমালোচনায় সরব বিরোধী দলগুলো। সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, 'আমরা তো বলছি না তৃণমূল চোর। বলছি চোর ধরো, জেল ভরো। তাহলে চোরেদের গায়ে লাগার কথা তৃণমূলের কেন গায়ে লাগছে। সৌগত দা-কে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি। উনি অভিজ্ঞ, বিদগ্ধ, অধ্যাপক মানুষ। কিন্তু এর আগে সৌগত রায় বলেছিলেন বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানানো হবে। তাহলে কি উনি গণতন্ত্রের সুস্থ সংস্করণ বিরোধী পরিসরের বিরুদ্ধাচারণ করছেন?' 

পাশাপাশি প্রাক্তন সাংসদ তথা বিজেপির যুবনেতা অনুপম হাজরা জানান, অধ্যাপক মানুষের এমন মস্তিষ্ক কেন এমন বিকৃতি ঘটেছে বুঝতে পারছি না। নাকি উনি অনুব্রত মণ্ডলের জায়গা নিতে চাইছেন? অনুব্রত মণ্ডল তো এই ধরনের ধমক-চমকের রাজনীতি করতেন। ওরা দিনে দুপুরে চুরি করবে আর মানুষ কিছু বলতে পারবে না?'

দেখুন সেই ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ বা ক্যালকাটা নিউজ ডিজিটাল


Follow us on :