LATEST NEWS
28 May, 2023

Sourav: 'এমন কিছু যা মানুষের উপকার করবে', ট্যুইট ঘিরে রাজনীতিতে সৌরভের 'দাদাগিরি'র জল্পনা?
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-০১ ১৯:২৫:৫৭   Share:   

তবে কি এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নটাই এই মুহূর্তে বড্ড জোরালো হয়ে উঠে আসছে। এদিন দুপুরেই তিনি ইস্তফা দিয়েছেন বিসিসিআই সভাপতির পদ থেকে। এমন একটা গুঞ্জন ওঠে তাঁর ইঙ্গিতপূর্ণ ট্যুইটে। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ সেই জল্পনায় জল ঢেলে দেন। তিনি দাবি করেছেন, বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দেয়নি সৌরভ। 

কিন্তু তারপরেও সোশাল মিডিয়ায় করা সৌরভের ট্যুইট বড্ড চোখে লাগছে। ইঙ্গিতপূর্ণ  এই টুইটে জ্বলজ্বল করছে একাধিক সম্ভাবনা। 

Ad code goes here

এদিন সৌরভ লেখেন,''৩০ বছরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এবার নতুন কিছু শুরু করতে চাই। এমন কিছু করতে চাই যা মানুষের উপকার করবে।'' আর এরপরেই জল্পনা চরমে উঠেছে। হয়তো এ বার রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার হতে চলেছেন মহারাজ। এই জল্পনা আরও বেশি জোরদার হয়েছে কিছুদিন আগে বঙ্গসফরে এসে সৌরভের বেহালার বাড়িতে অমিত শাহ যাওয়ায়।

Ad code goes here

সৌরভের বাড়িতে এলাহি ভোজে অংশ নিয়েছিলেন শাহ। হাজির ছিলেন বিজেপির অন্যান্য নেতারাও। সেই সময় জল্পনা উঠেছিল যে, হয়তো রাজ্যসভার সাংসদ হতে পারেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে সৌরভের আজকের এই টুইটের পর আমজনতা দুইয়ে দুইয়ে চার করতে চাইছেন।

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :