২৪ এপ্রিল, ২০২৪

CN: 'সিএন-র অফিস বন্ধ করে দিতে পারি', কার্যত হুমকির সুর সৌগতর গলায়
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-03 16:37:05   Share:   

শুক্রবার দমদমের এক অনুষ্ঠানে ক্যালকাটা নিউজ (Calcutta news) বা সিএন চ্যানেলের নাম উল্লেখ করে কার্যত হুমকি দেন দমদমের সাংসদ (MP Sougata Ray)। তিনি অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে বলেন, 'এখানে একজন সিএন-র উপস্থিত আছে। সিএন-র মতো সত্যের অপলাপ করে এমন চ্যানেল আমি দেখিনি। এই চ্যানেলের মালিকরা থাকে বিরাটি, ইচ্ছে করলে অফিসটা বন্ধ করে দিতে পারি। কিন্তু আমরা একাজে বিশ্বাস করি না।'

ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray)। শুক্রবার দমদমের এক অনুষ্ঠানে বিরোধীদের পিঠে তাল পড়ার প্রসঙ্গ টেনেছেন এই প্রবীণ সাংসদ (TMC MP)। তিনি বলেন, 'আপনারা দুর্নীতির বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সম্বন্ধে বলুন, কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে একথা বলবেন না, তৃণমূল সবাই চোর। তাহলে পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবেন না। দুর্নীতির রানী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata) এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, কী করবে আমরা বলতে পারছি না। সিপিএম, বিজেপি সবাইকে এ কথা বলে যাচ্ছি।'

গণতন্ত্রে আপনারা অন্যভাবে প্রচার করুন, দেশে আইন আছে, আপনারা আইনি ব্যবস্থা নিন। দোষ হলে এমন একটা ভাব যে তৃণমূল পচে গিয়েছে, এটা নয়। এভাবেও দমদমের অনুষ্ঠানে সরব ছিলেন সৌগত রায়।

এই প্রসঙ্গে অম্বিকেশ মহাপাত্র বলেন, 'নির্বাচনে জিতে আসার পর থেকে তৃণমূলের লক্ষ্য গণতন্ত্র হত্যা করা। এরকম বহু ঘটনা আছে, যেমন আমার ঘটনা, তানিয়া ভরদ্বাজ, বরুণ বিশ্বাস, শিলাদিত্য চৌধুরী, তপরন দত্ত খুনের প্রসঙ্গ আছে। মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, কোন চ্যানেল দেখতে হবে, কোন চ্যানেলে দেখাতে হবে, অর্থাৎ দলতন্ত্র কায়েম করে, যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা লক্ষ্য। তাতে মোটেও ব্যতিক্রম নয় অধ্যাপক সৌগত রায়। তবে ভারতের সংবিধানে গণতন্ত্রের কথা বলা। আর গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা আছে। ওরা ভয় পেয়েছে বলেই এসব বলছে।'


Follow us on :