২৯ মার্চ, ২০২৪

Jagaddal: থানার ঢিল ছোড়া দূরত্বে ছুটির সকালে টিএমসি কর্মীকে লক্ষ্য করে গুলি-বোমা
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-19 13:25:50   Share:   

রবিবার সাতসকালে জগদ্দল (Shootout at Jagaddal) থানার ৩০ মিটারের মধ্যে স্থানীয় ব্যবসায়ী তথা তৃণমূল (TMC Worker) কর্মীকে গুলি-বোমা ছুড়ে খুনের চেষ্টা। রবিবার সকালে ভাটপাড়া পালঘাট রোডে এক সাইবার কাফে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁকে প্রাণে মারতেই বোমাও ছোড়ে দুষ্কৃতীরা বলে এমনটাই অভিযোগ। জানা গিয়েছে, সকালবেলা বাজারে বেড়িয়েছিলেন ব্যবসায়ী অশোক সাউ। পাঁচজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে, বোমাবাজিও করা হয়েছে। যদিও গুলিটি তাঁর পিঠ ঘেষে বেড়িয়ে যায়। অল্পের জন্য রেহাই পায় অশোক। পুলিস ঘটনাস্থল থেকে গুলির খোল এবং কার্তুজ উদ্ধার করেছে।

আক্রান্তর অভিযোগের তির আরমান নামে একজনের দিকে। অশোক সাউ  জানান, 'আমি তৃণমুলের ১২ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট। আরমানের লোকজনই আমাকে গুলি করেছে।'

এই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, 'অশোক সাউয়ের সঙ্গে তিন বছর ধরে দলের কোনও যোগ নেই। আকাশ নামে এক ক্রিমিনালকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন আশোক সাউ।' তাঁর অভিযোগ, 'ক্রিমিনালদের রাজনীতিতে জায়গা দিলে এরকম বোমা-গুলির ঘটনা আরও ঘটবে!'

স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন, 'যারা করেছেন তাঁরা দুষ্কৃতী। পুলিস প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে তদন্ত করে দোষীদের নিশ্চয় সাজা দেওয়া হবে।' এদিন স্থানীয় সাংসদের মন্তব্যকে ঘুরিয়ে কটাক্ষ করেন বিধায়ক। এই মন্তব্যে তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আক্রান্ত অশোক সাউ তৃণমূল কর্মী বলে স্বীকার করেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অভিযোগ, 'বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে ব্যারাকপুর কমিশনারেট। শাসক সাংসদ বনাম শাসক বিধায়কের এলাকা দখলের লড়াই।'

এক স্থানীয় জানান, 'আমাদের এলাকায় এই ঘটনা প্রথম। ভবিষ্যতে এমন না হওয়াই ভালো। যার উপর হামলা হয়েছে তাঁকে চিনি। ও প্রতিদিন তিন-চার জনের সঙ্গে চা খেতে যান।'


Follow us on :