২০ এপ্রিল, ২০২৪

Bhangar: মধ্যরাতে টিএমসি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, পরপর গুলি! প্রাণ বাঁচাতে খাটের তলায় আশ্রয়
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-07 14:57:21   Share:   

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে তপ্ত ভাঙর। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি। প্রাণ বাঁচাতে খাটের তলায় আশ্রয় ভাঙর (Bhangar) বড়ালি গ্রামের তৃণমূল নেতা ফজলে করিম। এই ঘটনায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব উসকে দিয়ে স্থানীয় তৃণমূল (TMC) নেতা কাইজার আহমেদের দিকে আঙুল তুলেছেন আক্রান্ত নেতা। জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ি লক্ষ্য করে ফিল্মি কায়দায় গুলি (Shootout)। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা কাইজার আহমেদ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাইজার। এদিকে, ন্যায় চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ আক্রান্ত তৃণমূল নেতা ফজলে। এই গুলি চালনার ঘটনায় সিআইডি তদন্ত দাবি করেন আক্রান্ত তৃণমূল নেতা। মঙ্গলবার মধ্যরাত পৌনে একটা নাগাদ হওয়া এই ঘটনায় বুধবার সকালেও ভাঙড়ের বড়ালি গ্রামে চাপা আতঙ্কের পরিবেশ।


জানা গিয়েছে, গুলির হাত থেকে প্রাণে বাঁচতে খাটের তলায় লুকিয়ে পড়েন ফজলে করিম। রাতেই ভাঙর থানার পুলিস এসে গুলির খোল উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমাও। বুধবার সকালে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতার বাড়ির দরজা, জানলা পাশাপাশি খাটের একাধিক জায়গায় গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। কাইজার আহমেদের বিরুদ্ধে কয়েকদিন আগে মুখ খোলায় এভাবে হামলা, অভিযোগ ফজলে করিমের। তিনি কাইজারকে কাঠগড়ায় তুলে জানান, 'দিদির কাছে আমি হাত জোড় করে বলছি দিদি সিআইডি তদন্ত করুক। কোথা থেকে এত সম্পত্তি এলো, ওরা কারা, সিআইডি তদন্ত করলে বের হবে। এর আগে তিন বার আমার উপর হামলা করেছে। একবার মাথাও ফাটিয়ে দিয়েছে। এবার আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। ঘাড়ের পাশ ঘেসে গুলি বেড়িয়েছে। ও টিকিট না পেয়ে তৃণমূলকে হারিয়ে দিয়েছে। সেই অডিও প্রকাশ হওয়ায় আমি মুখ খুলেছি বলে দুষ্কৃতী দিয়ে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে।' 

পাল্টা কাইজার আহমেদের দাবি, 'পুরো অভিযোগ হাস্যকর এবং গটআপ। পুলিস এবং দল তদন্ত করলে সত্যিটা সামনে চলে আসবে। আমার পুলিস এবং দলের উপর ভরসা রয়েছে। যার বাড়িতে হামলা হয়েছে, দেখলাম সে দিব্য রয়েছে। আমি তোলাবাজিতে মদত দিচ্ছি না, এটায় কিছু লোকের অসুবিধা হয়েছে।' 


Follow us on :