১৮ এপ্রিল, ২০২৪

Political: বেফাঁস মন্তব্য সৌগত রায়ের, সাংসদকে আক্রমণ বিজেপি-কংগ্রেসের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-03 18:40:18   Share:   

তৃণমূলের (TMC) সবাই চোর বললে এবার বিরোধীদের পিঠে তাল পড়বে। শুক্রবার দমদমের (Dumdum) এক সভায় এই মন্তব্য করেছেন সাংসদ সৌগত রায় (MP Sougata Ray)। পাশাপাশি সত্যের অপলাপ করে সিএন চ্যানেল (CN Channel)। আমরা ইচ্ছে করলে ওদের অফিসটাই বন্ধ করে দিতে পারি। এমন হুমকির সুর শোনা গিয়েছে প্রবীণ সাংসদের গলায়। আর দমদমের সাংসদের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে বিরোধী শিবির। বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'ওরা গণতন্ত্রে কতটা বিশ্বাস করে জানি না। কিন্তু গণতন্ত্রে সংবাদ মাধ্যম খবর দেখাবে এবং  মত প্রকাশ করবে। এই স্বাধীনতা সংবাদ মাধ্যমের আছে। এই মুহূর্তে চতুর্থস্থানে সম্ভবত সিএন আছে। বাংলার জনগণ সিএন দেখে এবং সিএন-র সঙ্গে আছে।'

পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার আরও বলেন, 'শুধু সৌগত রায় নয়, তৃণমূলের বিভিন্ন নেতারা এই ধরনের কথা বলছে। উনারা চুরি করছেন, রাহাজানি করছেন আর যে সংবাদ মাধ্যম এগুলো দেখাচ্ছে, তাদেরকে একথা বলা হচ্ছে। আপনারা অসুরক্ষিত মনে করলে আইনি পথে যেতে পারেন।' 

এদিন বিজেপি সভাপতি সৌগত রায়ের তৃণমূলের সবাইকে চোর বলবেন না... প্রসঙ্গ টেনে বলেন, 'রাগ শুধু ওদের ছেলেদের হয়, এমন নয়। আমাদের ছেলেদেরও হয়। সৌগতবাবুর বয়স হয়েছে। এখন উনার অবসর নেওয়া উচিৎ।'

দমদমের সাংসদের মন্তব্য প্রসঙ্গে কংগ্রেসের তরুণ মুখ আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, 'আমার জানা নেই কোন অধ্যাপক কোনও নিউজ চ্যানেল এভাবে বন্ধ করেছে। আমার মনে হয় আপনারা সৌগত রায়কে ভালো করে দেখাচ্ছেন না। প্রেসের কাজ সত্যিটা সত্যি দেখানো আর মিথ্যাকে মিথ্যা দেখানো। এতে কারও গাত্রদাহ হচ্ছে তাই এই মন্তব্য।'


Follow us on :