ব্রেকিং নিউজ
Tmc Bjp: কুকুরের জন্য দরকার মুগুর, বিজেপি বিধায়ককে দাওয়াই তৃণমূল নেতার
HomepoliticsTmc Bjp: কুকুরের জন্য দরকার মুগুর, বিজেপি বিধায়ককে দাওয়াই তৃণমূল নেতার
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-28 19:37:37
কয়েকদিন আগে চাঁদপাড়ায় একটি পথ অবরোধ থেকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তারপরই প্রতিবাদে স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁর সমস্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ ও আরও কয়েকটি দাবি নিয়ে বৃহস্পতিবার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
তার আগে প্রতিবাদসভার মঞ্চ থেকে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শংকর দত্ত বলেন, বুনো ওলের জন্য বাঘা তেঁতুল আমাদের জানা আছে। তেমনি মানুষ প্রতিবাদের ভাষা বোঝে। কুকুর প্রতিবাদের ভাষা বোঝে না। তার জন্য দরকার হয় মুগুরের। স্বপনবাবুর মতো মানুষদের জন্য এই ব্যবস্থা চালু করা যায়।
এ বিষয়ে পাল্টা স্বপনবাবু শংকরবাবুদের উদ্দেশে বলেন, কী ধমকাচ্ছেন আপনারা। এসব ধমক অন্য জায়গায় দেখাবেন। এসব হুমকি-ধমকি বন্ধ করে মানুষের সেবা করুন।