বেশ কয়েকদিন ধরেই অর্জুন সিংকে (Arjun Singh) নিয়ে রাজনৈতিক মহলে হচ্ছে জলঘোলা। রাজনৈতিক মহলের একাংশের মতে, যে কোনও সময় দল পরিবর্তন করতে পারেন অর্জুন। কিন্তু এর মধ্যেই একই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক (MLA) ও অর্জুন সিং হাজির হওয়ায় সেই জল্পনা আরও বেড়ে গেল।
বুধবার অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া (bhatpara) এলাকায় ফক্করবাবার নতুনরূপে শিবমন্দির নির্মাণ হয়েছে। আজই ছিল তার উদ্বোধন। তবে তার আগে কলসযাত্রায় একসঙ্গে অংশ নিলেন বারাকপুরের (barrackpore) সাংসদ অর্জুন সিং এবং তৃণমূলের জগদ্দল (jagaddal) বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam)। অন্যদিকে গঙ্গাঘাটে পুজো করতে দেখা যায় ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে একসঙ্গে। যদিও উভয় পক্ষের দাবি, মন্দিরে পুজোর ক্ষেত্রে কোনও রাজনীতি নেই।
এই বিষয়ে সাংসদ অর্জুন সিং জানান, "এটি একটি ধর্মীয় পুজো। ১০০ বছরের মন্দির, এখানে প্রথম থেকে আমরা জড়িত আছি। এবার ধর্মের মন্দিরে কে আসবে না আসবে, সেটা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।"
অন্যদিকে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম জানান, "আমি জানি না কে ছিল আমার পাশে। কে এসেছিল পাশে, সেটা নিয়ে আমার মন্তব্যও নেই। বহু মানুষের উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। আমি আহ্বান পেয়েছিলাম কর্তৃপক্ষের তরফ থেকে, তাই এসেছি।"