LATEST NEWS
28 May, 2023

Arjun Singh: 'সেখানে নৌকা নিয়ে যাই চলো, যেখানে তুফান এসেছে', অর্জুনের নয়া ট্যুইটে জল্পনা
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-২২ ১১:৫৬:৩০   Share:   

রাজনীতির (Politics) কোনও ফাইনাল হয় না। রাজনীতির কোনও শুরুও হয় না। রাজনীতি চলতেই থাকে। সংবাদমাধ্যমকে নিজেই সেকথা জানিয়েছিলেন বারাকপুর (Barrackpur) লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ (MP) অর্জুন সিং। আজই কি তিনি ঘর বদল করছেন? চর্চার কেন্দ্রবিন্দুতে এখন তিনিই। রাজনৈতিক মহলের মতে, গত কয়েকদিন ধরে বেসুরো শোনা গিয়েছে তাঁকে। আর তাতেই তাঁর দলবদলের সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। আর তাঁর দলবদল ঘিরে রহস্য (Mystry) বাড়ছে। সেই রহস্যকে চূড়ায় নিয়ে গিয়েছেন খোদ অর্জুনই।

বিশেষ করে বিজেপি সাংসদের হিন্দি ট্যুইটে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। হিন্দিতে ট্যুইট করে অর্জুন সিং লিখেছেন, ''শুনছি আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত। সেখানে নৌকা নিয়ে যাই চলো, যেখানে তুফান এসেছে।''

Ad code goes here

প্রশ্ন উঠছে, কোথায় আবার তুফানের কথা শুনলেন অর্জুন? সেখানে একেবারে নৌকা নিয়ে যাওয়ার কথা বলছেন কেন? তবে কি দলবদল এখন সময়ের অপেক্ষা? চর্চা চলছে, আজই ফের পুরনো দলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিজেপি সাংসদ।

Ad code goes here

তবে তাঁর মন ভেজাতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি নেতৃত্ব। এমনকী তাঁর সঙ্গে বারবার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় নেতারাও। কিন্তু শেষ পর্যন্ত তিনি কী করবেন, তা নিয়ে জল্পনাটা থেকেই যাচ্ছে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :