২৫ এপ্রিল, ২০২৪

Samavay: তেহট্ট সমবায় সমিতির ভোটে বামেদের জয়জয়কার, সিপিএম-র পক্ষে ৬৬ ভোট
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-20 17:01:34   Share:   

নদীয়ার (Nadia Samavay Vote) তেহট্ট থানার তেহট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বামেদের জয়জয়কার। রবিবার অনুষ্ঠিত এই ভোটে ভোটার সংখ্যা ছিল প্রায় ১৭০০। সমবায় সমিতির ৭২ জন প্রতিনিধিকে নির্বাচিত করতে হওয়া এই ভোটে বিজেপি শূন্য, তৃণমূল (TMC) ৬ এবং সিপিএম (CPM) ৬৬ ভোট পেয়েছে। অর্থাৎ বিপুল জনসমর্থনে সমবায় বোর্ড নিজেদের দখলে আনল বামেরা।

অন্যদিকে তৃণমূল ২০১৮ সালের এই ভোটে ২১ আসন পেলেও এবারের ভোটে মাত্র ৬টি আসন পেয়েছে। তৃণমূলের ভোটের সংখ্যা কমে,বেড়েছে সিপিএম-র ভোট। ভোট পর্ব শেষ হয় রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ। তারপরেই জয়যুক্ত ঘোষণা হওয়ার পরই সিপিএম কর্মীরা উচ্ছ্বাস দেখিয়ে দলীয় পতাকা হাতে বিজয় মিছিল করেন।

এই ফল প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা বলেন, 'এই ফলকে আমরা খুব সদর্থকভাবে নিচ্ছি। আমাদের কাছে এই জয় প্রত্যাশিত ছিল। মানুষ এখন তৃণমূল-বিজেপিকে বিশ্বাস করছে না। কেন্দ্রে-রাজ্যে একসঙ্গে চলছে বিজেপি-তৃণমূল। তাঁদের আমানত নিরাপদ এবং সুরক্ষিত করতে মানুষ বামপন্থীদের জিতিয়েছে।'

শাসক দলের এক নেতা জানান, 'সমবায়ে যারা নেতৃত্ব দিয়েছে, তাঁরা কিছুই জানে না। দলীয় কর্মীরা ভোট করিয়েছে এবং গণতান্ত্রিক ভাবে রেজাল্ট বেড়িয়েছে। উচ্চ নেতৃত্ব এখনই তেহট্ট বিধানসভায় সংগঠন আরও মজবুত করুক। পাশাপাশি নেতৃত্বের মধ্যে বোঝাপড়া আরও বাড়াক। পঞ্চায়েত ভোটের আগে ত্রুটি-বিচ্যুতি শুধরে ফেলা উচিৎ।'


Follow us on :