১৮ এপ্রিল, ২০২৪

Arijit: মমতার সামনে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কে বাতিল অরিজিতের শো? প্রশ্ন দুই বিজেপি নেতার
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-28 17:36:12   Share:   

ইকো পার্কে বাতিল জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিত সিংয়ের (Arijit Singh Concert) কনসার্ট। বেশিরভাগ টিকিট বিক্রির পর হিডকোর (Hidco) কেন এই সিদ্ধান্ত? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া'গাওয়ার জন্যই কি এভাবে সরকারি কোপে সঙ্গীত শিল্পীর ইকো পার্কের কনসার্ট? এই প্রশ্নগুলো তুলে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের দুই নেতা অনুপম হাজরা এবং তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার নিজের ফেসবুক পেজে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছেন পেশায় আইনজীবী তথা রাজ্য বিজেপির পরিচিত মুখ তরুণজ্যোতি তিওয়ারি। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন খোদ তরুণজ্যোতিবাবু। পাশাপাশি একইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে বিতর্ক উসকে দিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের যুব মুখ অনুপম হাজরা।

তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে লেখেন, 'কয়েকটি প্রশ্ন, ১) কেন হিডকো আয়োজকদের বুকিং বাতিল করলো? ২) এই ধরনের কাজ এখন করা হল, যখন আয়োজকরা বেশিরভাগ টিকিট বিক্রি করে দিয়েছেন? ৩) কেন অরিজিতের অনুরাগী, যারা টিকিট কেটেছেন' তাঁরা বঞ্চিত?'

জবাবে তিনি সেই পোস্টের তলায় লেখেন, 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-র মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রং দে তু মোহে গেরুয়া গেয়েছেন অরিজিত সিং।' অপরদিকে, অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন, 'অরিজিত সিংয়ের ইকো পার্কের প্রোগ্রাম বাতিল? দিদিমনির সামনে গেরুয়া গাওয়ার খেসারত?'

এ প্রসঙ্গে উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অন্যদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন অরিজিত সিংও। সংবর্ধনা পালা শেষে তাঁকে একটা গান গাওয়ার অনুরোধ জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি 'বোঝে না সে বোঝে না' এবং 'রঙ দে তু মোহে গেরুয়া'--এই দুটি গানের এক কলি গান। 


Follow us on :