২৩ এপ্রিল, ২০২৪

Vote: লক্ষ্য লোকসভা, একবছর আগেই প্রস্তুতি শুরু তৃণমূল কংগ্রেসের
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-04 10:08:10   Share:   

২৩ এর শুরুতেই  '২৪' সালের  লোকসভার প্রচারে মনোনিবেশ তৃণমূল কংগ্রেসের। দলের নতুন কর্মসূচি "দিদির সুরক্ষাকবচ" এর জন্য "দিদির দূত "মারফত বাড়ি বাড়ি যাবে নতুন বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ক্যালেন্ডার। যেখানে ২০২৩ সালের পাশাপাশি থাকছে আগামী বছরের তারিখও।

সেখানেই উল্লেখ থাকছে রাজ্যের একাধিক উন্নয়ন মূলক প্রচার। অর্থাৎ ১৫টি সরকারি প্রকল্প যার মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের মানুষ সেগুলোকেই হাতিয়ার করে লোকসভা ভোট করতে ঝাঁপাবে ঘাসফুল শিবির। নতুন বছরের দ্বিতীয় দিনেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন কী করতে হবে জনসংযোগ বাড়াতে।

যে কোনো পরিস্থিতিতে ধৈর্য্যচ্যুতি যাতে না হয় পই পই করে বুঝিয়েছেন সেকেন্ড ইন কমান্ড। ইতিমধ্যেই বিজেপির সূত্রে খবর চলতি বছরেই রাজ্যে একাধিক সভা করবে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে প্রচারে আসার কথা রয়েছে বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর। ফলে এক বছর আগেই নিজের গড় অটুট রাখতে মরিয়া তৃণমূল শিবির ছক সাজিয়ে ফেলেছেন।


Follow us on :