১৮ এপ্রিল, ২০২৪

TET: 'আমি এবিষয়ে বিস্তারিত জানি না..', টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য মমতার
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-20 18:39:34   Share:   

উত্তরবঙ্গ থেকে ফিরে জানবাজারে পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী (CM Mamata)। সেই ফাঁকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তাঁর উত্তরবঙ্গ সফর চলাকালীন ঝুলে থাকা কাজে গতি আনতে একাধিক ফাইলে সই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যুবভারতীতে উপস্থিত সাংবাদিকদের সামনে করুণাময়ীতে (Karunamoyee) চলা টেট ২০১৪ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের (TET Agitation) অনশন নিয়ে সেভাবে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী।

তিনি জানান, আমি এ বিষয়ে বিস্তারিত জানি না। ব্রাত্য বেশি ভালো বলতে পারবে। কারণ দফতরটা ওর। আমি এবিষয়ে কোনও মন্তব্যই করব না। তবে ন্যায্য দাবিতে যারা আন্দোলন করেন আমি তাঁদের ভালোবাসি। কোর্ট মামলা চলছে, আমরা কোর্ট নির্দেশ মেনে চলছি। আমি চাই না কারও চাকরি যাক। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা খুশি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই সরগরম রাজ্য রাজনীতি।

বিজেপির শমীক ভট্টাচার্যের মন্তব্য, 'আমরাও চাই সব শূন্যপদে নিয়োগ হোক। শিক্ষার অধিকার মৌলিক অধিকার। সব দফতরের ঊর্ধ্বে যিনি আছেন, তিনি এভাবে দায় ঝাড়তে পারেন না। তিনি এই জটিলতার সমাধান করুন।' তৃণমূলের এক নেতা চাকরিপ্রার্থীদের বাড়িতে ডেকে নিয়ে আশ্বাস দিয়েছিলেন। বর্তমান শিক্ষামন্ত্রীও চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এই জটিলতায় ধীরে ধীরে সরকারি স্কুলের হাল বেহাল হয়ে পড়ছে।'

২০১৪ টেট আন্দোলনকারী সন্তু দাস জানান, আমরা আশাবাদী ২০২০ সালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস তিনি রাখবেন আমরা সেই আশা রাখি। পাশাপাশি সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'উনি কাটমানি, পুজো উদ্বোধন, উৎসব ছাড়া কিছুই জানেন না। যেহেতু মুখ্যমন্ত্রীর জানার পরিধি স্বল্প তাই এতকিছু হয়ে যাওয়ার পরেও কিছুই জানেন না। মিথ্যাচার করে মানুষকে বিপদে ফেলছেন মুখ্যমন্ত্রী।' 


Follow us on :