আসানসোল (Asansol) ও বালিগঞ্জের (Ballygaunj) উপনির্বাচনে (by-election) জয়লাভের পর এবার লোকসভা (Lok Sabha) ও পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) পাখির চোখ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। সূত্রের খবর, বৃহস্পতিবার দলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। সেখান থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বেলেঘাটায় স্থায়ী তৃণমূল ভবনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। বৈঠকে রাজ্য কমিটির সদস্য সহ বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বিভিন্ন বিষয়ে দিশা নির্ধারণ করে দেবেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে সাম্প্রতিক বগটুই (Bogtui), হাঁসখালির (Hanskhali) মতো ঘটনাক্রমের পর সরকার এবং দলের যেভাবে মুখ পড়েছে বলে অনেকে মনে করছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে রাজ্যের তৃণমূল কর্মী, নেতা থেকে শুরু করে বিধায়ক, সাংসদ এমনকী মন্ত্রীদের কড়া বার্তা দিতে পারেন তিনি।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচিও গ্রহণ করতে পারেন বলে দলীয় সূত্রে খবর। তবে বৃহস্পতিবারের বৈঠকে সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সাংগঠনিক নির্দেশিকা দিতে পারেন। যেমন প্রশাসনিক কাজে দলের হস্তক্ষেপ বা বাধা দেওয়া যাবে না। দলের সঙ্গে থাকা কোনও কর্মী যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে দল অবিলম্বে বহিষ্কার করবে। দলের অনুমতি ছাড়া বাইরে মুখ না খোলা। পাশাপাশি কোনও অভাব অভিযোগ থাকলে দলের মধ্যে জানানো। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ থেকে বিরত থাকতে হবে। আর দলের শৃঙ্খলাভঙ্গ থেকে প্রত্যেককে দূরে থাকার মতো নির্দেশও দিতে পারেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও সরকারের সামাজিক প্রকল্পগুলির প্রচার বৃদ্ধি করা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বৃদ্ধি করা, সাধারণ মানুষের দুঃখসুখে ভাগীদারি নিয়ে তাঁদের সাহায্য করা এবং সর্বশেষে লোকসভা নির্বাচন এবং আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়ার মতো জরুরি দিশা ঠিক করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দলীয় সূত্রে খবর।