LATEST NEWS
28 May, 2023

BJP: 'নবান্ন অভিযানে পুলিস সংযত ছিল', মমতা-অভিষেকের মন্তব্যকে তীব্র আক্রমণ বিজেপির
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৯-১৪ ২১:৩৮:১১   Share:   

মঙ্গলবার নবান্ন অভিযান প্রসঙ্গে পুলিসের প্রশংসায় মুখর মুখ্যমন্ত্রী। পুলিস সংযম দেখিয়েছে একইভাবে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, আন্দোলনের নামে গুণ্ডামি করেছে বিজেপি। এই অভিযোগ করেন মমতা-অভিষেক। বুধবার সেই অভিযোগের পাল্টা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, 'পুলিস নাকি শান্ত ছিল এমন দাবি করেছে বাংলায় চর্চিত যুবরাজ। উনি এক লাখ টাকা দিয়ে পুলিসের ঢিল তুলে ছোড়ার ছবি দেখতে পাবেন কিনা জানি না। নিরস্ত্র বিজেপি সমর্থকদের মারতে পুলিস ঢিল তুলে ছুড়েছে। ১২ তারিখ এসব চলছে। রেলের জায়গায় ঢুকে মহিলা সমর্থকদের হেনস্থা করেছে পুলিস।'

এদিন বঙ্গ বিজেপির সভাপতি অভিষেকের উদ্দেশে কটাক্ষের সুরে বলেন, 'বাংলার চর্চিত যুবরাজ পুলিসের ভূমিকায় খুশি নয়। তিনি আগামি দিনে যে তৃণমূল তৈরি করবে, সেই দলের পুলিস মানুষের মাথা লক্ষ্য করে গুলি করবে। অর্থাৎ আগামি দিনে ট্রিগার হ্যাপি পুলিস তৈরি হবে। সেই ইঙ্গিত এদিন দিয়েছেন বাংলার যুবরাজ।'

Ad code goes here

বুধবার নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মন্তব্যের তীব্র নিন্দা করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি পৃথক সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির মালকিন এবং ম্যানেজিং ডিরেক্টর সর্বভারতীয়স্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নানাভাবে আক্রমণ করেন। একইভাবে রাজ্যে শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেন। সেভাবেই এদিন এসএসকেএম-এ প্রমাণ ছাড়া যে আক্রমণ ভাইপো করেছে সেটা নিম্নরুচির।

Ad code goes here

অভিষেকের উদ্দেশে শুভেন্দুর চ্যালেঞ্জ, 'আপনাকেও তিহার জেলে মধু কোরা, ওপি চৌতালাদের সঙ্গে থাকতে হবে। যে অপমান আজ উনি করেছেন তাঁর বিচারের ভার বাংলার জনতার হাতে ছাড়লাম। এই ঔদ্ধত্যের শেষ হবে।'

Ad code goes here

   

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :