২৬ এপ্রিল, ২০২৪

Mamata: বিরোধী ঐক্যে শান? কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠকের সম্ভাবনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-14 09:56:04   Share:   

সংসদে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি-বিরোধী একটা অংশ জোট বাঁধছে। সেই অংশে উদ্ধব শিবসেনা থেকে শুরু করে এনসিপি এবং বাম দলগুলো রয়েছে। রয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও। যদিও এই অংশে খানিকটা ধরি মাছ, না ছুঁই পানি কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী শিবিরের একাধিক প্রতিবাদ-আন্দোলনে টিএমসি-র অনুপস্থিতি দেখে এমনটাই মন্তব্য রাজনৈতিক মহলের। তবে আগামি দিনে উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল অখিলেশ যাদবের সঙ্গে বিজেপি-বিরোধী ফোরামে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ সূত্র এই দাবি করেছে। 

জানা গিয়েছে, বিজেপি বিরোধী রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়াকে মজবুত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন। তাও আবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সূত্রের খবর, আগামী শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানান, 'সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির তিনদিনের বৈঠকে যোগ দিতে অখিলেশ যাদব শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছবেন। তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা।' 

আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটকে আরও মজবুত করার বিষয়ে দু'জনের মধ্যে আলোচনা হবে বলে মনে করছেন রাজনৈতিক কারবারীরা।  প্রসঙ্গত, বিজেপি বিরোধী লড়াইয়ে বিরোধী ঐক্যকে মজবুত করার ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি বেশ কিছুকাল যাবত নিজেদের মধ্যে সমন্বয় করছে। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী সমাজবাদী পার্টির হয়ে বারাণসীতে প্রচারে গিয়েছিলেন। একুশের ভোটে তৃণমূলের হয়ে প্রচার সারতে দেখা গিয়েছে সপা-র রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে। এই সমন্বয়কে আগামি দিনে কীভাবে আরও মজবুত করা যায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে বৈঠকে বসছেন মমতা-অখিলেশ, এমনটাই নাকি সূত্রের খবর। 


Follow us on :