২৫ এপ্রিল, ২০২৪

Ranaghat: 'পঞ্চায়েত ভোট অবাধ-শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার', কর্মিসভায় দাবি অভিষেকের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-17 18:00:50   Share:   

ঘরের ছেলেকে শাসন করবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। কী এমন হল রানাঘাট তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিল? রানাঘাটে (Ranaghat Meeting) দলীয় কর্মিসভায় এই প্রশ্ন তুলেছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু প্রশ্ন তোলাই না, উত্তরও দিয়েছেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন রানাঘাটে অভিষেক বলেন, 'কী এমন হল ৩-৪ বছরে রানাঘাটের মানুষ তৃণমূলের থেকে হঠাৎ করে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বুঝতে সময় লাগে না, কারণ আমাদের কয়েকটা লোক, কয়েকটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত (Panchayat) সমিতির মেম্বার। আমি দলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে বলছি, গত ৩-৪ বছরে আমাদের তরফে যদি কোনও ভুল ত্রুটি হয়, আমি ক্ষমাপ্রার্থী। আমাকে, আমার দলকে ক্ষমা করুন। ঘরের ছেলেকে শাসন করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না।'

এদিন অভিষেক শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের পক্ষে ফের সওয়াল করেন। তৃণমূল সাংসদ বলেন, 'সিপিএম-র লাল চোখের সঙ্গে লড়াই করে ২০০৮ সালেম যদি আমরা গ্রাম পঞ্চায়েত জিততে পারি, তাহলে কেন ২০২৩ সালে শান্তিপূর্ণ নির্বাচন করে ১৮৭টি গ্রাম পঞ্চায়েত জিতব না। ভোট শান্তিপূর্ণ, অবাধ হবে, গণতান্ত্রিক হবে এই দায়িত্ব আমার। যদি কেউ ভাবে গা জোয়ারি, গুণ্ডামি, মস্তানি করব, তাঁকে এক ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করে, দু'ঘণ্টার মধ্যে প্রশাসনকে বলবো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।'


Follow us on :