রবিবার হলদিয়া পুরসভার (Haldia Municipality) বিভিন্ন এলাকায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) পক্ষ থেকে পথচলতি মানুষদের লিফলেট বিলি করা হয়। লিফলেটে লেখা আছে, পশ্চিমবঙ্গে কেন দরকার আপকে। বেশ কিছুদিন আগে এখানে আপের পোস্টার (Poster) পড়েছিল। যা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল। আজ মে দিবসে আবারও হলদিয়া পুরসভার বিভিন্ন এলাকায় এইভাবে লিফলেট বিলি করায় ফের রাজনৈতিক জল্পনা শুরু।
কিছুদিনের মধ্যেই হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হতে চলেছে। মেয়াদ শেষ হয়ে গেলেই ভোটের (Vote) ঘন্টা বাজবে। আর তার আগেই এইভাবে বারবার আপের পোস্টার পড়া ও লিফলেট বিলি। আপের হঠাৎ করে এইভাবে হলদিয়াতে মাথাচাড়া দেওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
কিন্তু কেন তাঁদের এই প্রচার। এ রাজ্যে কী উদ্দেশ্য নিয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। তারই ব্যাখ্যা দিলেন কর্মীরা।
হলদিয়াতে তাঁরা হঠাত্ করে রাজনীতির ময়দানে নেমেছেন, একথা মানতে নারাজ এক কর্মী। তিনি কী বলছেন, শোনা যাক।