২৫ এপ্রিল, ২০২৪

Slap: 'দিদির সুরক্ষা কবচ'-এ নালিশ জানাতে গিয়ে মন্ত্রীর সামনে চড় খেলেন যুবক, ক্ষমাপ্রার্থী মন্ত্রী রথীন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-14 16:03:48   Share:   

'দিদির সুরক্ষা কবচ' (Didir Surakhsa Kabach) কর্মসূচিতে অভিযোগ জানাতে গিয়ে রাজ্যের মন্ত্রীর (Bengal Minister) সামনে এক স্থানীয়কে চড় তৃণমূলকর্মীর। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় দত্তপুকুরের ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় মন্দির কমিটির সদস্য সাগর বিশ্বাস বেহাল রাস্তা নিয়ে মন্ত্রী রথীন ঘোষকে অভিযোগ জানাতে গেলে তাঁর উপর চড়াও হয়ে চড় (Slap to People) মারেন এক তৃণমূলকর্মী। এমনকি উপস্থিত সংবাদমাধ্যম থেকে তাঁকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। আক্রান্ত যাতে কোনওভাবে মুখ খুলতে না পারেন, তার জন্য মুখ চেপে ধরে সাগরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়।


পরে অবশ্য সংবাদ মাধ্যমের সামনে তিনি ক্ষোভ উগড়ে দেন এবং কেন শুধু তাঁকে আক্রমণ করা হল? সেই প্রশ্ন তোলেন সাগর বিশ্বাস। এ বিষয়ে মন্ত্রী রথীন ঘোষের সামনে ক্ষোভ উগড়ে দেন আক্রান্ত যুবক। তাঁর কাছে ক্ষমা চান মন্ত্রীমশাই। পরে সংবাদ মাধ্যমের সামনে রথীন ঘোষ জানান, 'আমি দেখিনি ব্যাপারটা। হয়ে থাকলে ঠিক হয়নি। তবে অনেকে ব্যক্তিগত অ্যাজেন্ডা নিয়ে এসেছিল। খেলার মাঠে কে গাছ কেটেছে, সে নিয়ে অভিযোগ জানাতে এসেছে। এগুলো মাথায় রাখতে হবে।'

এবিষয়ে রাজ্যের আরও এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'যেটা হয়েছে খারাপ হয়েছে। তবে এখন এই কর্মসূচি ঘিরে বিক্ষোভ দেখানো এখন খেলা হয়ে গিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত।' সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'এত বড় সাহস মন্ত্রীর সামনে এরকম আচরণ। দিদি বলছেন ১০০-তে ১০০, বলা উচিৎ ছিল ১০০-তে ২০০ হয়ে গিয়েছে।'


Follow us on :