দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে উপস্থিত ১৬টি বিজেপি-বিরোধী দল। ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী বাছাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে নজর বিজেপিরও। জানা গিয়েছে, কংগ্রেস, এনসিপি, শিবসেনা, আরজেডি, জেডিএস, ডিএমকে, সপা, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম, সিপিআইএম (এল)-র মতো দলগুলো এই বৈঠকে উপস্থিত। কংগ্রেসের তরফে এসেছেন মল্লিকার্জুন খারগে, জয়রাম রমেশ এবং রণদীপ সুরজেওয়ালা। শিবসেনার তরফে উপস্থিত প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুবাস দেশাই।
জনতা দল সেকুলারের তরফে রয়েছেন এইচডি দেবগৌড়া এবং কুমারস্বামী। সমাজবাদী পার্টি এবং শরিক আরএলডির হয়ে উপস্থিত অখিলেশ যাদব এবং জয়ন্ত চৌধুরী। বিভিন্ন দলের নেতা-নেত্রীদের স্বাগত জানাতে ক্লাবের বাইরে বেড়িয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা। মূলত তিনটি নাম নিয়ে এদিন আলোচনার সম্ভাবনা-- শরদ পাওয়ার, গুলাম নবী আজাদ এবং যশবন্ত সিনহা।
তবে এই বৈঠকে অনুপস্থিত বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, টিআরএস এবং আপের মতো দলগুলো। কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায়ে এই সিদ্ধান্ত। এমনটাই এই দলগুলো সূত্রে খবর।