'ঠিকমতো মুরগি রান্না করলে বার্ড ফ্লুর ভয় নেই'
ঠিকমতো রান্না করে খেলে মুরগি থেকে কোনও ভয় নেই। ৭০ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর তাপমাত্রায় বার্ড ফ্লু-র ভাইরাস সহজেই নষ্ট হয়ে যায়। দেশে বার্ড ফ্লুর আতঙ্ক কাটাতে একথা জানিয়ে দিল কেন্দ্র। সেইসঙ্গে কেন্দ্র রাজ্যগুলিকে মুরগি বিক্রি ও অন্য রাজ্যে মুরগি পাঠামোর ওপর নিষেধাজ্ঞা জারি না করতেও বলেছে কেন্দ্র। এপর্যন্ত দেশের ১১টি রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। দিল্লিতেও সবথেকে বড় গাজিপুরের পোল্ট্রি বাজারটি খুলে দিতে নির্দেশ দিয়েছে সরকার।