শুক্রবার তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। প্রথমে ঠিক ছিল প্রথম দুই দফার ভোটের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয় ২৯৪ আসনের প্রার্থীদের নামই ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার ভোটে লড়বেন না রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। শারীরিক অসুস্থতার জন্যই অমিত মিত্র এবার ভোটের ময়দানে থাকছেন না। অপরদিকে পূর্ণেন্দু বসুকে নন্দীগ্রামের ভোট পরিচালনার বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার তিনি ভোটে দাঁড়াবেন না বলেই তৃণমূল সূত্রে খবর। এর পাশাপাশি এবার শাসকদলের বহু বিধায়ক টিকিট পাবেন না বলেই জানা যাচ্ছে। ফলে তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখ দেখা যাবে এটা বলাই বাহুল্য। নতুন মুখ হিসেবে ক্রীড়াজগৎ এবং সংস্কৃতি জগতের তারকারা ঠাঁই পাচ্ছেন তৃণমূলের প্রার্থী তালিকায়। এমনকি পুলিশ, প্রশাসনের কেউ কেউ টিকিট পাবেন।