
ভবানীপুরে বাবুল?
তিনি দু'বারের সাংসদ। পরপর দু’বার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছেন সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় বড়াল। বিখ্যাত বড়াল পরিবারের ছেলে। তিনি রাজনীতিতে আসবেন ধারণা ছিল না কারোর। কিন্তু বিজেপিতে যোগ দিয়েই আসানসোল লোকসভা আসনে টিকিট পান মোদির অত্যন্ত প্রিয়পাত্র বাবুল। এবং জিতে সকলকে তাঁক লাগিয়ে দেন। আসানসোল প্রচারে এসে মোদি বলেছিলেন, মুঝে বাবুল চাহিয়ে। পেয়েও ছিলেন এবং প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন দুবারই। এবার কী তিনি বিধানসভায় প্রার্থী হচ্ছেন? বিজেপির সূত্রে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাবুল সুপ্রিয়কেই দাঁড় করাতে পারে বিজেপি।
এখন প্রশ্ন হচ্ছে কেন বিধানসভায় এবং কেন ভবানীপুর কেন্দ্রে তাঁকে ভাবা হয়েছে ? জানা গিয়েছে বিজেপির সবচেয়ে দুর্বল জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা। বিজেপি নেতৃত্ব বিষয়টি বুঝে সেলিব্রেটি প্রার্থীদের কলকাতায় দাঁড় করাবার পরিকল্পনা নিয়েছে। বাবুল একসময় কলকাতার বাসিন্দা ছিলেন। পাশাপাশি ভবানীপুর অঞ্চলে অবাঙালি ভোটার অনেক। বাবুল মুম্বাইয়ে থাকার কারণে অনর্গল হিন্দি বলতে পারেন, যা তাঁকে আসানসোল অঞ্চলে জনপ্রিয় করেছিল। এবার তাই ভবানীপুরে তাঁকেই ভাবা হচ্ছে। একই সাথে বিজেপি প্রচার করবে যে তাঁরা ক্ষমতায় এলে বাবুল মন্ত্রিসভায় স্থান পাবেই। কাজেই তাঁকে এই অঞ্চলের জন্য ভাবনা রেখেছে কেন্দ্রীয় বিজেপি।