
দিল্লি গেল বিজেপির ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরমধ্যেই সমস্ত রাজনৈতিক দলে প্রার্থী তালিকা তৈরি করা নিয়ে চুরান্ত প্রস্তুতি চলছে। রাজ্যের শাসক দল দিন কয়েকের মধ্যেই চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে জানা যাচ্ছে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, প্রথম পর্যায়ে ১৩০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। পরবর্তী পর্যায়ে বাকি ১৬৪ আসনের তালিকা জানানো হবে। আরও জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১৩০ আসনের জন্য একটি খসরা প্রার্থী তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে। একেকটি আসনের ক্ষেত্রে এক বা একাধিক নাম রয়েছে ওই তালিকায়। সেখান থেকেই দিল্লির নেতৃত্ব চুরান্ত সিদ্ধান্ত নেবেন।
বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হচ্ছে, তাই ভোটের দফার সঙ্গে সাযুজ্য রেখেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বিগত লোকসভা নির্বাচনেও এভাবে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। এবারও সম্ভবত তাই হতে চলেছে। আগেই বিধানসভা কেন্দ্র ধরে ধরে রাজ্যের শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বিভিন্ন সাংগঠনিক জোনের নেতৃত্বের কাছে সম্ভাব্য প্রার্থীর নাম চাওয়া হয়েছিল। স্থানীয় স্তর থেকে আসা নামগুলি থেকে একটা খসরা তালিকা তৈরি করেছে রাজ্য নেতৃত্ব। সেটাই দিল্লিতে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে একেকটি আসনে দুই বা তার বেশি নাম রয়েছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। বিজেপি সূত্রে খবর, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই তালিকা যাচাই করতে প্রয়োজনে স্থানীয় নেতাদের সঙ্গেও কথা বলতে পারেন। এরপরই দেওয়া হবে চুরান্ত ছাড়পত্র।