West Bengal: পুজোর পর আদৌ স্কুল খুলবে কি ?

কথা ছিল তৃতীয় ঢেউ আসতে পারে সেপ্টেম্বরের মধ্যভাগে । সেটি কি এসেছে ? আতঙ্কে ভাবছে ভারতের জনগণ । কিন্তু অন্য চেহারায় ফায়ার এলো কি করোনা ? সম্প্রতি ভারতের বিভিন্ন স্থান এবং বাংলার মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় শিশুরা আক্রান্ত হচ্ছে এক অজানা জ্বরে । কথা থেকে জ্বরের আগমন ধরা যাচ্ছে না । অনেক শিশুকেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে । কখনও তাদের জ্বর ১০৩/৪ ডিগ্রিতে পৌছিয়ে যাচ্ছে । শিশু বিশেষজ্ঞ জানাচ্ছেন, রক্ত পরীক্ষা করা দরকার সঙ্গে কভিড টেস্ট ।

তারা বলছেন, ভাইরাল ফিভারও হতে পারে, এতো আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, কখনও গরম কখনও ঠান্ডা তার সঙ্গে বৃষ্টিপাত তো লেগেই রয়েছে । এমনও হতে পারে এটাও এক ধরণের করোনার ধাত । কিন্তু প্রশ্ন থাকছে বাচ্চাদের প্রাণের আশংকা কতটা ?

চিকিৎসকরা জানাচ্ছেন, বাচ্চাদের প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি তা ছাড়া আজকালকার বাচ্চাদের জন্ম থেকে ডজন ডজন টিকা দেওয়া হয়ে থাকে ফলে চট করে খারাপ কিছু হওয়ার সম্ভবনা কম । কিন্তু বাচ্চাদের সংক্রমণ থেকে দূরে রাখতেই হবে কাজেই নির্দিদ্ধায় বলা যায় এই জ্বরের রেশ যতদিন থাকবে স্কুল খুলবে না ।


Tags:
Viral Fever
child